আজ ৭ই নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস –
বাংলাদেশের ইতিহাসে এক কালো দিন :
তথাকথিত সিপাহী বিপ্লবের নামে ১৯৭৫ সালের এদিন থেকে শুরু হয় জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের হত্যার ধারাবাহিক প্রক্রিয়া।
যে পাকিস্থানি নীতিমালার সাথে সৃষ্ট দ্বন্ধ থেকে বাংলাদেশের জন্ম, এদেশের মানুষ ঘৃণা ভরে যে নীতিমালা প্রত্যাখ্যান করেছিল ,৭৫ পরবর্তিকালে বাংলাদেশ আবার ফিরে গেল সেই পাকিস্থানি রাষ্ট্রনীতির কাঠামোয়। আবার সেই সামরিক সরকার, সেই একনায়কতন্ত্রে গণতন্ত্র পরিণত হলো হাস্যকর এক প্রহসনে। ফিরে এলো স্বাধীনতা যুদ্ধের খলনায়কেরা । যারা একের পর এক গণহত্যা, নারী ধর্ষণের জন্য প্রত্যক্ষভাবে দায়ী ছিল, তারা বিজয়গৌরবে ফিরে এলো রাজনৈতিক অঙ্গনে । তাদের অনেককেই মাল্যভূষিত করা হলো মন্ত্রীত্বের সম্মানিত আসন দিয়ে। পদদলিত হলো মুক্তিযুদ্ধের চেতনা, লক্ষ শহীদের রক্তের কাছে প্রতিশ্রুত আমাদের দায়বদ্ধতা।