২০০১ সালে ক্ষমতায় এসেই সরকারি ‘অনাথ ভবন’ দখল করে বিএনপির ক্যাডাররা
এটাই বিএনপির Take Back Bangladesh!
একবার চিন্তা করুন, বাংলাদেশে কোন যায়গায় নিয়ে যেতে চায় বিএনপি?
২০০১ সালের ২০ অক্টোবর সরকার গঠনের পরপরই দেশজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি-ঘর লুট করতে শুরু করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা। এমনকি সরকারি স্কুল-কলেজের ভবন পর্যন্ত দখল করে তারা। ডিসি-এসপিরা পর্যন্ত তাদের অস্ত্রের দাপটে নিরুপায় হয়ে পড়ে। ১৭ নভেম্বর ২০০১ সালের সংবাদ পত্রিকায় এরকম একটি মর্মান্তিক সংবাদ প্রকাশিত হয়েছে।
রংপুরের তাজহাট এলাকার সরকারি শিশুসনদ ভবন ও আশেপাশের জায়গাগুলো ১৬ নভেম্বর বিকালে দখল করে নেয় বিএনপির সন্ত্রাসীরা। বিএনপির ক্যাডার আনছার আলীর নেতৃত্বে তাৎক্ষণিকভাবে শতাধিক অনাথ শিশুকে বের করে দেয় তারা। স্কুল ভবনটি দখল করে শিশু সনদের মালামাল বাইরে ফেরে দেয় সন্ত্রাসীরা। সমাজসেবা অধিদফতরের অধীনে সরকারিভাবে এই অনাথ ভবনটি পরিচালিত হয়ে আসছিল।
এই তথ্য শোনার পর ডিসি-এসপি ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো ব্যবস্থা নিতে পারেননি। বিএনপি-জামায়াত নেতাকর্মীদের প্রভাবের কারণে দখলকারীদের উচ্ছেদ বা তাদের আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন।
পরবর্তীতে অবশ্য বিএনপি চেয়ারপারসন এতিমদের সেবার কথা বলে মধ্যপ্রাচ্য থেকে কোটি কোটি টাকা আনেন নিজের স্বামীর নামে খোলা প্রতিষ্ঠানের নামে। তবে সেই টাকা এতিমদের না দিয়ে ব্যক্তিগতভাবে খরচ করেন। একারণে পরবর্তীতে ‘এতিমের সম্পদ আত্মসাৎ’ এর দায়ে খালেদা জিয়ার নামে দুটি মামলা দায়ের করে তত্ত্বাবধায়ক সরকার।