২০০১ সালে ক্ষমতায় এসেই ব্যবসায়ী, কৃষক ও মাছচাষিদের লুটপাট শুরু করে বিএনপি
এটাই বিএনপির Take Back Bangladesh!
একবার চিন্তা করুন, বাংলাদেশে কোন যায়গায় নিয়ে যেতে চায় বিএনপি?
২০০১ সালের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরপরই দেশজুড়ে চাঁদাবাজি শুরু করে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। বিএনপি নেতাদের নিয়মিত চাঁদা দেওয়ার শর্তে বরিশাল শহরে ব্যবসা করতে পারছেন ব্যবসায়ীরা। এমনকি সরকারি অফিসগুলোত যেয়েও সব কাজ বন্ধ করার হুমকি দিয়েছে তারা। এছাড়াও শুধু আওয়ামী লীগকে সমর্থন করার কারণে গৌরনদী উপজেলার বার্থি গ্রামের মান্নান বেপারী ও সাত্তার বেপারীর বাড়িতে লুটপাট চালায় শতাধিক বিএনপি সন্ত্রাসী। এমনকি স্তার বেপারী ও তার কন্যা মনজিলাকে মেরে রক্তাক্ত করে তারা।
বিএনপি-জামায়াতের লুটেরারা গৌরনদীর ধুরিয়াল গ্রামের শাহ আলমের ৪০টি পানের বরজ তছনছ করে দিয়ে গেছে। সব পান তুলে বরজ ভেঙে পথে বসিয়ে রেখে গেছে এই পান চাষির পরিবারকে। শাহ আলমের অপরাধ কী জানেন, তিনি আওয়ামী লীগের সমর্থক। এসব বিষয়ে প্রতিবেদন প্রকাশ হলে সাংবাদিকদের হাত কেটে নেওয়ার হুমকিও দেয় তারা।
ভোটে বিজয়ের সাথে সাথেই সাধারণ মানুষের সম্পদ লুটপাট করে বিএনপি জামায়াত সন্ত্রাসীরা। মেহেরপুরের চাঁদবিল গ্রামের একতা সমবায় সমিতির জলাধার থেকে ৫ লাখ টাকার অন্তত ১০ টন মাছ লুট করে নিয়ে যায় বিএনপির ক্যাডাররা। ৩ নভেম্বর দিনদুপুরে ৪-৫ ঘণ্টা ধরে দেশীয় অস্ত্রের মুখে এই লুটপাট চালায় তারা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েও পাননি মৎসজীবীরা।
২০০১ সালের ৯ নভেম্বর দৈনিক সংবাদ পত্রিকার খবরে এসব তথ্য জানা যায়।
আরো জানা যায় যে, নির্বাচনের পর সাধারণ মানুষের ওপর অত্যাচারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নাশকতা চালাতে শুরু করে বিএনপি-জামায়াত জোট। ফেনীর দাঙ্গনভুঞাতে জয়লস্কর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে স্থানীয় বিএনপি ক্যাডারা।
এমনকি শুধু নৌকা মার্কায় ভোট দেওয়া কারণে গ্রামের সাধারণ কৃষক-শ্রমিক-দিনমজুরদের ওপরও সশস্ত্র হামলা চালায় বিএনপির ক্যাডাররা। পটুয়াখালির কলাপাড়া উপজেলার লানুয়া ইউনিয়নের সাউরপাড়া গ্রামের দিনমজুর শাহ আলম ও তার স্ত্রী সালেহার ওপর অমানবিক নির্যাতন চালায় এই সন্ত্রাসী বাহিনী। সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনের নেতৃত্বে ২৪-৩৫ জনের একটি দল স্বামী-স্ত্রীর ওপর এই হামলা চালায়। এমনকি তাদের প্রতি মানবিক কারণে এগিয়ে আসা ইব্রাহিম নামের এক সাধারণ ব্যক্তিকেও শত শত লোকের সামনে নৃশংসভাবে প্রহার করে তারা।