১৭ সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস: কেন্দ্রীয় ছাত্রলীগ আজ শ্রদ্ধা নিবেদন করেন ও পুষ্পক অর্পন করেন।
যার নেপথ্যের নায়ক শহীদ শেখ ফজলুল হক মণি বঙ্গবন্ধুর বড়বোন শেখ আছিয়া বেগমের বড় ছেলে শেখ মণি ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ৬০’ এর দশকে বঙ্গবন্ধুর নির্দেশে তিনি ছাত্রলীগের হাল ধরেন। ১৯৬০-১৯৬৩ সাল পর্যন্ত
পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন শেখ মণি।
১৯৬২ সালে কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে যে দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছিল সেই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি। হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়। শেখ মণির অন্যতম বড় কৃতিত্ব ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফার পক্ষে হরতাল সফল করে তোলা। যার কারণে মোনায়েম খান তাকে গ্রেফতার করেন। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান সফল হওয়ার পরে তাকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তানি সরকার। শেখ মনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনের অন্যতম প্রণেতা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর প্রধান ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে শেখ মণি ও শেখ আরজু মণিকেই প্রথম হত্যা করা হয়। আজকের এই মহান শিক্ষা দিবসে ৬২’ -এর দুর্বার ছাত্র-গণ আন্দোলনের সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ।