বিআইসিটিএল নিউজ ডেস্কঃ ১৬ জুলাই আওয়ামীলীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস
উপলক্ষে আলোচনা সভা দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা আয়োজন করেন বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ দিনাজপুর জেলা শাখা।
এই সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা: ফরিদুল ইসলাম- বাংলাদেশ ছাত্রলীগ, সভাপতি:আল শাহরিয়ার শান্ত, সাধারণ সম্পাদক ওয়ালিদ সরকার বিকাশ সহ অন্যান্য নেতা কর্মী বৃন্দ।
নেতাকর্মীগন বঙ্গবন্ধু কন্যা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দীর্ঘায়ু কামনা করেন। বক্তরা বলেন, দেশ আজ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। আওয়ামী লীগের সুযোগ্য নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অবদান অতুলনীয়। বক্তারা আরো বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে বারবার আওয়ামী লীগ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে একযোগে কাজ করতে হবে। এ লক্ষ্যে সারাদেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মাঠ ও অনলাইনে প্রচারনায় জনগনের মাঝে উন্নয়ন সমুহ তুলে ধরে সরকারের প্রতি জনগণের আস্হা ও ভরসা তৈরী করতে প্রচারনা অপরিহার্য্য। নেতাকর্মীগন বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ কেন্দ্রীয় সভাপতি রুমান মাহমুদ ও সাধারণ সম্পাদক মৃধা বেলাল সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।