ictlbd : বগুড়া জেলা সোনাতলা উপজেলা আড়িয়া ঘাটে ৫০ কোটি টাকা ব্যায়ে সেতু নির্মানাধীন থাকায় জনগণের নদীপাড়ের ব্যঘাত ঘটছে৷ সংসদ সদস্য ৩৬ বগুড়া -১ শাহাদারা মান্নান শিল্পী এমপি জনগনের যাতায়াত ও নদীপারাপার সমস্যা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর অনুরোধ জানিয়েছেন। জনসার্থে মাননীয় প্রধানমন্ত্রী ভাসমান সেতু নির্মানের প্রস্তাবটি গুরুত্বদিয়েছেন এবং ভাসমান সেতু স্হাপনার সিদ্ধান্ত গ্রহন করেন।
আজ শনিবার (০২ অক্টোবর) সোনাতলা উপজেলা চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লিটন বিষয়টি জানান। জনগনের সেবা ও যাতায়াত মান উন্নয়নে আজ থেকে ১৫-২০ দিনের মধ্যে আড়িয়া ঘাটে সেতু নির্মাণকাজ চলাকালে মানুষের নদী পারাপারে সাময়িক সমস্যা দূর করতে মাননীয় সাহাদারা মান্নান এমপি সাহেবের প্রচেষ্টায় ও নির্বাহী প্রকৌশল সাহেবের সহযোগিতায় স্থাপিত হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।
জনগন সন্তুষ্ট বিষয়টিতে প্রকাশ করেন এবং জনগনের সেবা নিশ্চিতে উপজেলা চেয়ারম্যান এড. মিনহাদুজ্জামান লিটন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।