বিএডিসির পাবনা নাটোর সিরাজগঞ্জ জেলায় ভূ-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে নাটোর জেলার সিংড়া উপজেলার অভ্যন্তরে খননকৃত চলনবিলের ভদ্রাবতি খাল।
বারুহাস চৌধুরী পাড়া জামে মসজিদ থেকে আত্রাই নদীর হরদমা জোলা পর্যন্ত ৯.৫ কিলোমিটার এই খালটি খননে ব্যয় হয়েছে ৭৪ লক্ষ ৩১ হাজার ৩শত টাকা।
খালটি খননের ফলে একদিকে সেচ এবং অপরদিকে মৎস্য আহরণের সুবিধা হয়েছে।
চলতি ২০২১-২০২২ অর্থ বছরে রানীরহাট ভাদাই ব্রীজ হতে বারুহাস চৌধুরীবাড়ী জামে মসজিদ পর্যন্ত ২৭.৭ কিঃ মিঃ পুনঃখনন হবে।