Ictlbd :
সামছুল আলম দুদু এমপি, জয়পুরহাট -১ আসন, গত ২০/০৯/২১ তাং সোমবার ব্রেন-স্ট্রোকে অসুস্থ হয়ে বর্তমানে নিউরোসাইন্স হাসপাতাল, আগারগাঁও ঢাকায় (কেবিন নং ৯০৪) ভর্তি রয়েছেন। তাহার সুস্হতার জন্য সবার দোয়া প্রার্থী।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এর দ্বিতীয় মেয়াদে জনগনের সেবক হয়ে নিরলসভাবে কাজ করে চলেছে। শিক্ষাগত যোগ্যতা- এম.এ, এল.এল.বি। পেশা – ব্যবসা, কৃষি। গ্রাম: পূর্ব বালিঘাটা, ডাকঘর পাঁচবিবি-৫৯১০, উপজেলা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট।
একজন সৎ ও দক্ষ নেতা। জনগণের দোরগোড়ায় সেবা ও সরকারি সকল সুয়োগ সুবিধা পৌঁছে দিয়ে জনগণের মনে স্হান করে নিয়েছেন। তাহার সুস্হতার জন্য সর্ব স্তরের মানুষ দোয়া কামনা করেন এবং দেশবাসীর কাছে দোয়া চান।