সাধ আছে সাধ্য নাই: স্বাধীনতার পঞ্চাশে নারী উড়ুক আপন আকাশে
শেখ হাসিনার ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড এ কিছু অর্থ উপহার হিসেবে পেয়েছেন তিলতমা সিকদার বাংলাদেশ ছাত্রলীগ । হুবহু তার ফেসবুক স্ট্যাটাসটি তুলে ধরা হয়েছে,
আসলে এটি অর্থ নয়,এটা আর্শীবাদ,উৎসাহ সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা। যখন থেকেই প্রাইজ মানি টা এসেছে ভাবছিলাম মানুষের জন্য কাজ করে পাওয়া অর্থ কিভাবে মানুষের মাঝে দেয়া যায়।
আর আমার এই সাধ ও সাধ্যের সমন্বয় করে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে,আমার প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং আইসিটি মন্ত্রণালয় ও নাভানা গ্রুপ।
আগামীকাল বিশ্ব নারী দিবসে সংগ্রামী নারীদের মাঝে সেলাই মেশিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অল্প কিছু মেধাবী,জীবনযুদ্ধে সংগ্রাম করে এগিয়ে যাওয়া নারী শিক্ষার্থীবন্ধুদের মাঝে ল্যাপটপ প্রদান করে তাদের পাশে থাকার ক্ষুদ্র আয়োজন করেছি।
“স্বাধীনতার পঞ্চাশে,
নারী উড়ুক আপন আকাশে”