মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ২১ নভেম্বর ২০২১ রোববার সকালে ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অণির্বানে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিন বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন।
আজকের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। গভীর শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশ এর রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধসহ তার পরবর্তী সময়ে বিভিন্ন অধিকার আন্দোলন, শান্তি চুক্তি, বিদেশে শান্তি মিশনে কর্মরত সশস্র বাহিনী বীর সেনানীদের, যাদের ত্যাগে উজ্জ্বল হয়ে আছে আজকের বাংলাদেশ।
জাতির পিতা বঙ্গবন্ধুর দূরদর্শী ও সময় উপযোগী সিদ্ধান্ত ও পরিকল্পনার ফসল আজকের উন্নত সশস্র বাহিনী। বঙ্গবন্ধুর সামরিক নীতি অনুসরণে ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের মাধ্যমে, আমাদের প্রানপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ বাংলাদেশ সশস্র বাহিনীকে করেছে বিশ্ব দরবারে সমাদৃত ও অনুকরণীয়। বঙ্গবন্ধু কন্যা প্রমান করেছেন, যে আজকের সশস্র বাহিনীর এই অবস্থান একমাত্র সম্ভব হয়েছে তার সাহসী, দৃঢ় ও যুগপোযোগী নেতৃত্বের কারণে। আজ আমরা আমাদের সশস্র বাহিনীরকে নিয়ে গর্বিত।
ইনশাআল্লাহ, আগামীতেও বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের “সোনার বাংলা”-র পানে ….”আল্লাহ সর্বশক্তিমান” –
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবি হউক।