নিউজ ডেস্ক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, আইপি টিভির বিষয়টি আমরা খুবই সতর্কতার সঙ্গে দেখছি। আমরা নীতিমালা করছি, আইপি টিভি কোনো ধরণের সংবাদ প্রচার করতে পারবে না।
মন্ত্রী আরোও বলেন, আইপি টিভির রেজিস্ট্রেশনের জন্য ৬০০ আবেদন জমা পড়েছে মন্ত্রণালয়ে। আমরা যাচাই-বাছাই করে এগুলোর রেজিস্ট্রেশন দেবো। রেজিস্ট্রেশনের পাশাপাশি ব্যবস্থা গ্রহণের কাজটিও করবো। অনলাইন গণমাধ্যম এখন বাস্তবতা৷ যে কারণে সরকার অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের কাজ করছে। ইতোমধ্যেই পাঁচ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে খোঁজ-খবর নিয়ে আমরা মাত্র ১৫০টি অনলাইনকে নিবন্ধন দিয়েছি। একসঙ্গে যেসব অনলাইন ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে সেগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী