বিআইসিটিএল নিউজ ডেস্কঃ
সজীব আহমেদ ওয়াজেদ (জন্মঃ ২৭ জুলাই ১৯৭১) হলেন একজন বাংলাদেশী আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।[১]
সজীব ওয়াজেদ জয়
জন্ম
২৭ জুলাই ১৯৭১ (বয়স ৪৯)
ঢাকা
জাতীয়তা
বাংলাদেশী
অন্যান্য নাম
জয়
নাগরিকত্ব
বাংলাদেশী
শিক্ষা
বিএসসি (কম্পিউটার ইঞ্জিনিয়ারিং)
এমএ (পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন)
মাতৃশিক্ষায়তন
ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়
দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
আদি নিবাসঃ
রংপুর,
দাম্পত্য সঙ্গী
ক্রিস্টিন ওয়াজেদ।
সন্তান-
সোফিয়া রেহানা ওয়াজেদ।
পিতা-মাতা
এম এ ওয়াজেদ মিয়া,
শেখ হাসিনা।