বিআইসিটিএল নিউজ ডেস্কঃ
মুক্তিযুদ্ধের সময় বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকণ্যা শেখ হাসিনা ও পরমানু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়ার সুপুত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা জনাব সজিব ওয়াজেদ জয় ২৭ জুলাই ১৯৭১ সালে জন্মগ্রহন করেন। তাহার জন্মদিনে দীর্ঘায়ু কামনায় দেশবাসীকে শুভেচ্ছা ও দোয়া কামনা করেন বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ – BICTL।
মুজিব আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসাবে আ.লীগ এর পক্ষে সহয়োগি সংগঠনের মর্যাদার দাবিতে দেশের উন্নয়ন,কর্মসূচী, নির্বাচনী প্রচারে মাঠ পর্যায় ও অনলাইনে পর্যায়ে প্রচারনার অঙ্গিকারে তরুনরা মিলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে অন্যান্য সহয়োগি সংগঠনের ন্যায় কাজ করে চলেছে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ । জনগণের মনে আওয়ামী লীগ সরকারের প্রতি আস্হা ভরসা বিশ্বাস সৃষ্টি করে উন্নত জিবন যাপনের স্বপ্নে ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বারবার জনগণের বিপুল ভোটে নৌকা বিজয় সুনিশ্চিত করতেই দেশজুরে মাঠ ও অনলাইনে উন্নয়ন চিত্র তুলে ধরে কাজ করে চলেছে জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের সহয়োগি হিসাবে। সংগঠনটি মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারের বরাবর ২বারের আবেদিত এবং কোর্ট নোটারী পাবলিক এর কার্যালয়ে ঘোষনায় আওয়ামী লীগের পক্ষে কাজ করার অঙ্গিকারে কার্যক্রম অভ্যাহত রেখেছে। সংগঠন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী সভাপতি জনাব রুমান মাহমুদ মুজিব আদর্শে তৃন্যমুল আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম এর দৌহিত্র জানায়, আমরা জন্মগত ভাবেই আ.লীগ পরিবার হিসাবে মুজিব পরিবারের শুভাকাঙ্ক্ষী এবং আ.লীগের কান্ডারী। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হইতে আমাদের পরিবার মুক্তিযুদ্ধে স্বক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলো, আ.লীগের ত্যাগী, কান্ডারী, নির্যাতিত । যত বাঁধায় আসুক আ.লীগ সরকারের পক্ষেই হৃদয় থেকে কাজ করতে চাই সারাজীবন। পাশাপাশি সামাজিক কর্মকান্ড গরীব দুঃখীদের মুখে খাবার তুলে দেওয়া, দূর্যোগ মহামারিতে সচেতনতা ও সহায়তা, মা শিশুর জিবন রক্ষার্থে মানুষের পাশে থেকে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন কর্মসূচী, করোনায় মাস্ক ও খাদ্য বিতরন, মাদককে না বলুন! প্রতিধ্বনিতে যুব সমাজকে সচেতন করে খেলাধূলা ও লেখাপড়া মনোযোগি করা সহ, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজ মুক্ত, ঘুষ দূর্নীতিমুক্ত সমাজ গঠনে সরকারের পক্ষে ন্যায় নিষ্ঠার সহিত কাজ করে চলেছে সংগঠনটি৷ বঙ্গবন্ধু দৌহিত্র জনাব সজিব ওয়াজেদকে জন্মদিনের শুভেচ্ছাসহ বঙ্গবন্ধু পরিবারের প্রতি দোয়া ও ভালোবাসা প্রকাশ করেন প্রতিষ্ঠাতা সদস্যগন- সাধারণ সম্পাদক মৃধা বেলাল, সহ সভাপতি মোতাহার, যুগ্ন সাঃ সম্পাঃ শরিফুল ইসলাম, মশিউর রহমান, মোমেনুল, সাংগঠনিক সম্পাদক মহিদ জামান,পারভেজ রানা, ওয়াসিউল, মাহমুদুল রিজন, নয়ন আহম্মদ, জাহাঙ্গীর,রুবেল সোহেন,নজরুল,মোকছেদ আলী, হাবিবুর,মনসূর আলী, প্রেস সম্পাদক শাহারুল ইসলাম, উপ প্রেস- সোহেল সহ জেরিন, রাজিব,শাহরিয়ার সোহাগ, আকরাম,এড.নাহিদ পারভেজ,রুহুল আমিন রকি,নিতাই কুমার, রাকিবুল ইসলাম হৃদয়, রফিকুল, মামুন রানা, অভি, সুজান রকি, রকি হোসাইন, সজিব হোসেন,মোস্তাফিজ, এমএ নায়ন, সজিব,মংচিং,সিহাব চৌ., জাহিদ, আল শাহরিয়ার শান্ত, আনিসুর রহমান রাজিব, নাফিজ, ওয়ালিদ সরকার, বিকাশ,হাসিল,অনিক আদনান,মলি, মনির,রুহুল,প্রিতম, হিমেল, নাজমুল হাসান, মাহবুব, সোহেল, মো কলি, রনি, প্রনয় দত্ত, ফরিদুল সহ জেলা উপজেলা প্রমুখ গন এবং ইতিহাসের কালো অধ্যায় ১৫ আগষ্টের দেশ কারিগর বঙ্গবন্ধু পরিবারের নির্মম গণহত্যার সমবেদনা ও দোয়া কামনা করেন।
আ.লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কণ্যা দেশে উন্নয়নের জোয়ারে দেশকে বিশ্বের নিকট উন্নয়নশীল দেশ হিসাবে সুপরিচিত করেছেন। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির ছোঁয়ায় দেশ আজ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। শিক্ষিত জাতি গঠনে সবাইকে সুশিক্ষিত করতে সরকার নানামুখী সুযোগ সুবিধায় ছেলেমেয়েদের ও বয়স্কদের লেখাপড়ার সুব্যবস্হা করেছেন। প্রযুক্তিগত জ্ঞান অর্জনে জনগণ ও দেশের কল্যানে কাজ হবে। সকল দূর্যোগ মহামারী জয় করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। করোনাকে পুরোপুরি জয় করতে সরকার সক্রিয়ভাবে কাজ করে চলেছে, সফলতা আসবেই। বঙ্গবন্ধু পরিবারের প্রতি দোয়া ও দীর্ঘায়ু কামনা করেন সকল বিভাগীয় জেলা উপজেলা নেতাকর্মীগন। এছাড়াও বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ কেন্দ্রীয়, বিভাগ, জেলা, উপজেলা, ইউপি সকল নেতাকর্মীগন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগের অভিভাবকদের নিকট দলীয় গঠনতন্ত্রে সহয়োগি সংগঠনের মর্যাদা দানে ঘোষণার আকুল আবেদন জানান। আশাবাদী সকল প্রতিকুলতা পেরিয়ে ২ বারের আবেদিত সংগঠন টি অন্যান্য সহয়োগি সংগঠনের ন্যায় মর্যাদা দান করবেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিআইসিটিএল নেতাকর্মীরা আ.লীগের ভ্যানগার্ড হিসাবে কাজ করে আওয়ামী লীগের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মাঠ ও অনলাইনে প্রচারনা অব্যহত রেখে জনজণের সামনে দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বারবার নৌকা বিজয় সুনিশ্চিত করতে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করে। “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”
“বাংলাদেশ চিরজীবি হউক”।
Joy bangla
Happy birthday lidar