মানিকগঞ্জ জেলা নিউজ ডেস্ক:(প্রতিবেদন বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ (ictlbd. org)মানিকগঞ্জ)
গতকাল সিংগাইর উপজেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং বস্ত্র বিতরণ করা হয়।আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল মমতাজ বেগম এমপি।
শোকাবহ বেদনাদায়ক ১৫ আগস্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে নির্মম গণহত্যা ইতিহাসের এক বিরল ঘটনা। বঙ্গমাতা, শেখ জামাল সহ পরিবারের কেউই রক্ষা পায়নি ঘতকদের হাত থেকে। ছোট্ট শিশু রাসেলকেও নির্মম ভাবে হত্যা করে নরপিশাচরা। ওরা মারবে না তো? রাসেলের ভিতু কন্ঠে বলা স্বরেও ঘাতকদের একটুও মন গলেনি।
বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ আ.লীগ ও তার সহযোগি সংগঠনের উন্নয়নের চিত্র তুলে ধরে দেশ ও জাতির কাছে বাংলাদেশ আ.লীগ কে উন্নয়নের রোল মডেল হিসাবে দেখাতে আগ্রাসী। সংগঠনটি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদিত মাঠ ও অনলাইনে আ.লীগের উন্নয়ন প্রচারনায় এবং সমাজ সেবা মুলক কাজের অঙ্গিকারে মুজিব আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় তরুনরা মিলে গড়বে মাননীয় প্রধানমন্ত্রী ও আগামীর কর্ণধার সজিব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ ।
এছাড়াও সংগঠনটি বৃক্ষ রোপন,রক্তদান, মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলাধূলা ও লেখাপড়ায় মনোযোগি করাসহ নানা মুখী সমাজ সেবা মুলক কার্যক্রম করে জনগণের সেবা করে চলেছে। মুক্তিযুদ্ধ এবং ১৫ ই আগস্ট পৃথিবীর ইতিহাসে কাল অধ্যায়।
ইতিহাসে কালো অধ্যায় ১৫ আগস্টের নির্মম গণহত্যা। জরিতদের বিচারের দাবি দেশবাসীর। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। দেশ কারিগর বঙ্গবন্ধু সব সময় প্রতিটি মানুষের হৃদয়ের থাকবে অনন্তকাল। দুঃসময়ে পাশে থাকা স্বাধীনতার ঘোষক ও স্বাধীন বাংলাদেশের গারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনাকে হাজারো সালাম। বঙ্গবন্ধু পরিবারের প্রতি গভীরভাবে শ্রদ্ধা, দোয়া কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,তাহার সুপুত্র জিডিটাল বাংলার রুপকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় সহ অন্যান্যদের দীর্ঘায়ু কামনা করা হয়।