কোভিড মহামারীর এই সময়ে অনলাইনে শিক্ষা কার্যক্রম যে ‘নতুন স্বাভাবিকতায়’ পরিণত হয়েছে, সে কথা তুলে ধরে দূর শিক্ষণ ও অনলাইন শিক্ষায় সবার সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্যারিসে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কোর ৪১তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের সরকারপ্রধানের এ আহ্বান আসে।
তিনি বলেন, “মহামারীর এই সময়ে সম্পদ আর প্রযুক্তির অভাবের কারণে স্কুলে যাওয়ার হার, সাক্ষরতার হার এবং তরুণ ও বয়স্কদের শিক্ষার ক্ষেত্রে আমাদের বহু দশকের কষ্টার্জিত অর্জন নষ্ট হয়েছে। এই মহান ফোরামে আমি আহ্বান জানাতে চাই, দূর শিক্ষণ ও অনলাইন শিক্ষাকে সর্বজনীন ঘোষণা করুন।”