শতভাগ বিদ্যুৎ এর প্রস্তুতি বাস্তবায়ন : অন্ধকারের পথ পেরিয়ে আলোকিত বাংলাদেশ
আপনারা জেনে অবাক হবেন, ২০০৯ সালের জানুয়ারিতে যেখানে সর্বমোট বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ৪ হাজার ৯৪২ মেগাওয়াট, সেখানে ২০২২ এর ফেব্রুয়ারিতে তা ২৫ হাজার ৫১৪ মেগাওয়াটে উন্নীত হয়েছে। গত ১৩ বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৫ গুণেরও বেশি। এই সময় জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ১৯ হাজার ৬২৬ মেগা ওয়াট বিদ্যুৎ। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন প্রতি ঘণ্টায় ২২০ কিলোওয়াট হতে ৫৬০ কিলোওয়াটে উন্নীত হয়েছে। স্বপ্নের মেতা মনে হলেও, এটাই সত্য। এই বাংলাদেশ এক নতুন বাংলাদেশ। নতুন প্রজন্ম আজ জানেই না যে- লোডশেডিং ও বিদ্যুৎহীন জীবনের বিড়ম্বনা কী!
আওয়ামী লীগ সরকার দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার যে রোডম্যাপ ঘোষণা করেছে, তা বাস্তবায়নে আধুনিক কৃষি ব্যবস্থা-কল কারখানা ও প্রযুক্তি-শিল্পের বিকাশ প্রয়োজন। আর এসব লক্ষ্য পূরণের প্রধান শর্ত হলো বিদ্যুৎ সুবিধা।