মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যবহৃত পোশাক দেখতে তুরস্কের ইস্তানবুলে হিরকা-ই শেরিফ মসজিদে প্রদর্শনীতে লাখো মানুষের ঢল।
মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধুমাত্র পবিত্র রমজান মাসেই প্রদর্শন করা হয়।
হযরত উওয়াইস আল-কারনি (রা.) কে উপহার হিসেবে নিজের ব্যবহৃত এ পোশাকটি দেন হযরত মুহাম্মদ (সা.)। হযরত উওয়াইস আল-কারনি (রা.) -এর বংশধররা এটি দীর্ঘ ১৪শ বছর ধরে অত্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন।
তবে অনেকের মতে এটি অনেক পুরাতন হলেও নবী করিমের কিনা তা সঠিক করে বলতে পারেননা বলেও কথা উঠেছে।