রাজধানীর বাইরেও মেট্রো রেল সেবা সম্প্রসারিত হচ্ছে
২০৩০ সালের মধ্যে নতুন ১২৯.৯০ কিঃমিঃ মেট্রো রেল নির্মানের পরিকল্পনা করা হয়েছে। অগ্রাধিকার তালিকায় রয়েছে ঢাকার পার্শ্ববর্তী শহর ও উপশহর। বাস্তবায়ন হলে মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য দাড়াবে ২৫০ কিঃমিঃ। মূল লক্ষ্য থাকবে রাজধানীর যানজটের পরিমাণ কমিয়ে আনা। সেই সাথে প্রতিদিন যাত্রী পারাপর করা যাবে ৭৫ লাখ।
সূত্র : albd fb page