আজ ৩ আগস্ট ২য় টি টুয়েন্টি তে বাংলাদেশ ৪ রানে জয় লাভ করে। বাংলাদেশ নিউজিল্যান্ডের ২য় টি-টোয়েন্টি ম্যাচের ১ম ইনিংস শেষে বাংলাদেশ এর সংগ্রহ দাড়ায় ১৪১ রান, ৬ উইকেট, নির্ধারিত ২০ ওভার।
১৪২ রানের টার্গেটে ২য় ইনিংসে মাঠে নিউজিল্যান্ড ক্রিকেট টিম ১৩৭/৫ রান সংগ্রহ করে ২০ ওভারে । ৫ ম্যাচ সিরিজে এর ২টিতে জয় লাভ করে ২-০ তে বাংলাদেশ এগিয়ে আছে।
মাননীয় রাস্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয় সহ প্রমুখ অভিনন্দন জানায় বাংলাদেশ ক্রিকেট টিম কে।
#বাংলাদেশ_ক্রিকেট#ক্রিকেট#cricket