মূল্য বৃদ্ধির পরও প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম কম।
দেখুন প্রতিবেশী দেশগুলোতে ডিজেলের বর্তমান দাম
ভারতঃ ১০৪-১২০ টাকা
ভুটানঃ ১২২ টাকা
পাকিস্তানঃ ৮০-৯০ টাকা
মালদ্বীপঃ ৯৫ টাকা
নেপালঃ ৮২ টাকা
বাংলাদেশঃ ৮০ টাকা
বর্তমানে সারা বিশ্বে ডিজেলের গড় দাম ১০৬.৩৬ টাকা। যা বাংলাদেশের বর্তমান দামের চেয়ে ২৬.৩৬ টাকা বেশী।
তথ্যসূত্রঃ বৈশ্বিক পেট্রোল প্রাইসেস ডটকম ওয়েবসাইট.
মুক্তমতঃ তবে ভাড়া বৃদ্ধিও পেয়েছে। সব কিছু বৃদ্ধি হলে জনগনের আয় বৃদ্ধিও হাওয়া জরুরী। সেক্ষেত্রে বেসরকারি খাতে চাকুরী জীবি ও মজুর সহ নানা পেশার মানুষের আয় বৃদ্ধি নিয়েও স্বস্ব প্রাতিষ্ঠানিক পদক্ষেপ গ্রহন জরুরী।