বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: সজীব ওয়াজেদ জয়
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তিনি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিত্যনতুন উপায়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত গোষ্ঠী।
শুক্রবার (২৮ জানুয়ারি) ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি ভিডিও শেয়ার করে তিনি এ কথা বলেন।
ভিডিওতে বিএনপির দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগের তথ্য তুলে ধরা হয়েছে।
ফেসবুক পোস্টে জয় লেখেন, রাজনীতির মূলমন্ত্র দেশপ্রেম। যে রাজনীতিতে দেশপ্রেম নেই, সেই রাজনীতি অন্তঃসার শূন্য। শুধুমাত্র ক্ষমতা প্রাপ্তির আকাঙ্ক্ষা থাকলে জনতার ভালোবাসা পাওয়া যায় না।
তিনি লেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপি-জামায়াত ৮টি লবিং ফার্মকে নিয়োগ দিয়েছে। বিএনপির লবিস্টরা দেশবিরোধী এমন তথ্য দিয়েছেন, যা জানলে দেশবাসী তাদের ধিক্কার জানাবে। নিজেদের স্বার্থে দেশের ক্ষতি করতে প্রস্তুত বিএনপি। ভিডিওতে জানুন বিস্তারিত, ভিডিও লিঙ্ক https://www.facebook.com/sajeeb.a.wazed/posts/486064822877818
সজীব ওয়াজেদ জয় আরও লেখেন, একজন সচেতন নাগরিক হিসেবে আপনার মন্তব্য জানান। বাংলাদেশ বিরোধী বিএনপিকে বর্জন করুন।