বিএনপি’র গুজব কারিগরদের নয়া মিশন – সজীব ওয়াজেদ জয় এর চরিত্রহনন।
বাংলাদেশের লাখো তরুণের স্বপ্ন বাস্তবায়নের নায়ক সজীব ওয়াজেদ।
ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়। তার পরিকল্পনার কারণেই বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেছে ফাইবার অপটিক্যাল ক্যাবল, ইন্টারনেট সংযোগ। গ্রামে বসেই মানুষ পাচ্ছেন শহরের সুবিধা। অথচ প্রধানমন্ত্রীর একজন অবৈতনিক উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি। এখন পর্যন্ত সরকার থেকে কোনো বেতন-ভাতা নেন নি। তিনি জীবিকা নির্বাহ করেন নিজের কষ্টার্জিত উপার্জনের অর্থে।
কিন্তু বিএনপি-জামায়াতের থিংক ট্যাংক থেকে এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। কারণ, বিএনপির তারেক রহমান একজন দুর্নীতিগ্রস্ত লোক, দেশ ও বিদেশজুড়ে তার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ, এজন্য নাগরিক সমাজে তার কোনো গ্রহণযোগ্যতা নাই। তাই আওয়ামী লীগের নতুন প্রজন্মের আইকন- সজীব ওয়াজেদ জয়ের নামে বিভ্রান্তি ছড়িয়ে- তার ইমেজ ক্ষুণ্ণ করে- তাকে তারেক রহমানের লেভেলে নামানোর অপচেষ্টা করছে বিএনপির গুজব কারিগরেরা।
বিস্তারিত দেখুন ভিডিওতে। শেয়ার করুন। সবাইকে সত্য তথ্য জানতে দিন।
সূত্র : albd fb page.