বান্দরবানের দুর্গম নাইক্ষংছড়ি উপজেলার দোছড়িবাসী পেল বিদ্যুতের আলো।
নতুন এই সংযোগ চালু হওয়ায় নাইক্ষ্যংছড়ির দোছড়ির ২হাজার ৩শ পরিবার এই সংযোগ পাবে। আর ১০কিলোমিটার এলাকাজুড়ে এই সংযোগ স্থাপন করতে ব্যয় হয়েছে ২কোটি ৭০ লক্ষ টাকা। বান্দরবানের সর্বত্র বিদ্যুতের লাইন সম্প্রসারণ এর কাজ চলমান রয়েছে এবং আগামীতে বান্দরবানের সর্বত্র বিদ্যুৎ সংযোগ স্থাপিত হবে।