বিআইসিটিএল নিউজ ডেস্কঃ বাংলাদেশ তথ্য যোগাযোগ প্রযুক্তি লীগ দিনাজপুর জেলা শাখা কমিটির সংগ্রামী সভাপতি মোঃ শাহরিয়ার শান্তর স্বেচ্ছায় রক্তদান। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এ রকম মহত্ত কাজের জন্য কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা উপজেলা কমিটির পক্ষ থেকে।
সামাজিক কার্মকান্ডে সংগঠন টি জনগনের পাশে সেবক হয়ে কাজ করছে। ভূইফোর ও চাটুকার সংগঠন নই, আমরা জনগণের সেবক হয়ে মাঠ ও অনলাইনে কাজ করে চলেছি বলে মন্তব্য নেতাদের। বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ সুনামের সহিত সারা দেশে আ.লীগের উন্নয়ন কর্মসূচী প্রচারে জনগনের মনে আ.লীগের প্রতি বিশ্বাস ভরসা অর্জনে উন্নয়ন চিত্র তুলে ধরে মুজিব আর্দশে মুক্তিযুদ্ধের চেতনায় আ.লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা সরকারকে বারবার নৌকা বিজয়ের লক্ষ্য কাজ করে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন মার্ফাত প্রস্তাব ও কোর্ট/নোটারী ঘোষনা করেই আ.লীগের পক্ষে কাজ করছে সংগঠনটি।
সংগঠন নিয়ে সমালোচনা বা গুজবে বিশ্বাসীনয়। নিজ উদ্যোগে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব রাজনৈতিক প্রচারণার পাশাপাশি সামাজিক কাজে জনগনের সেবক হয়ে কাজ করছেন তারা।