যত ঋণ নেওয়া হয়, সময়মতো পরিশোধ করা হয়। বাংলাদেশ কখনও ডিফল্টার হয়নি। বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি অনেক মজবুত। আমরা অর্থনীতিকে যথেষ্ঠ শক্তিশালী করে রেখেছি। বাংলাদেশ এখনও বিশ্বের ৩১তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে টিকে আছে। জয় বাংলা স্লোগান নিয়ে অর্থনৈতিক উন্নয়নের পথে বাংলাদেশের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেই অগ্রযাত্রা ইনশাল্লাহ অব্যাহত থাকবে। বাংলাদেশ এগিয়ে যাবে।
– মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।