বিআইসিটিএল নিউজ ডেস্কঃ
বাংলাদেশ আওয়ামী লীগ (বাংলা: বাংলাদেশ গণসংঘ)[১] বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলটির গোড়াপত্তন হয় ২৩ জুন ১৯৪৯ খ্রিষ্টাব্দে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে। পরবর্তী কালে এর নাম ছিল নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। ১৯৭০ সাল থেকে এর নির্বাচনী প্রতীক নৌকা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে[২] ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম “আওয়ামী লীগ” করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ
বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাজ svg,
প্রেসিডেন্ট
শেখ হাসিনা,
সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের,
প্রতিষ্ঠাতা
আবদুল হামিদ খান ভাসানী,
শামসুল হক
প্রতিষ্ঠা,
২৩ জুন ১৯৪৯ (৭২ বছর আগে)
বিভক্তি
মুসলিম লীগ
পূর্ববর্তী
নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ
সদর দপ্তর
বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা
সংবাদপত্র
উত্তরণ
থিংক ট্যাঙ্ক
সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন
ছাত্র শাখা
বাংলাদেশ ছাত্রলীগ
যুব শাখা
বাংলাদেশ যুবলীগ
মহিলা শাখা
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ
কৃষক শাখা
বাংলাদেশ কৃষক লীগ
শ্রমিক শাখা
বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ
স্বেচ্ছাসেবক শাখা
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ
সশস্ত্র শাখা
মুক্তিবাহিনী (১৯৭১)
মতাদর্শ
বাঙালি জাতীয়তাবাদ
ধর্মনিরপেক্ষতা
গণতন্ত্র
মুজিববাদ
সমাজতন্ত্র
মুক্তিযুদ্ধের চেতনা
ধর্ম
ধর্মনিরপেক্ষতাবাদ
জাতীয় অধিভুক্তি
মহাজোট
আন্তর্জাতিক অধিভুক্তি
না
আনুষ্ঠানিক রঙ
সবুজ
স্লোগান
“জয় বাংলা”
সংগীত
“প্রলয়োল্লাস”
জাতীয় সংসদের আসন
২৯৮ / ৩৫০
সিটি কর্পোরেশন
৯ / ১২
উপজেলা পরিষদ
২৬৫ / ৪৯২
নির্বাচনী প্রতীক
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক.svg
দলীয় পতাকা
বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা.svg
ওয়েবসাইট
albd. org