সারাবিশ্বের উন্নয়নের রোলমডেল বাংলাদেশে গত এক যুগে দারিদ্র্য ও হতদারিদ্র্যের হার অর্ধেকে নেমেছে। এই সময়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় ২ কোটি ১০ লাখ। মাথাপিছু আয় ৬৮৬ ডলার থেকে ৪ গুণ বেড়ে ২ হাজার ৫৫৪ ডলার ছাড়িয়েছে। শিক্ষার হার ৫৪ শতাংশ থেকে বেড়ে ৭৫ শতাংশে উন্নীত হয়েছে।
প্রবাসীদের পাঠানো আয় তথা রেমিট্যান্স ৭.৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় ১৭শ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ স্বাধীনতার পর জাতীয় পর্যায়ে সবচেয়ে বড় অর্জন।