বাংলাদেশের কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারনের কাজ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কক্সবাজারকে ঘিরে নানা স্বপ্ন দেখতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্নে রয়েছে কক্সবাজারকে আন্তর্জাতিক মানে তৈরি করার পরিকল্পনাও। তার প্রচেষ্টায় ঝাউবন স্থাপন হয়েছে। তার রেখে যাওয়া পরিকল্পনারই অংশ কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ।’
কক্সবাজার হবে আধুনিক পর্যটন শহর, এ কথা জানিয়ে সরকার প্রধান বলেন, এরই মধ্যে গড়ে উঠেছে দীর্ঘ মেরিন ড্রাইভ সড়ক। এটিকে চট্টগ্রামের মিরসরাই পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। রেললাইনের কাজ প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছে কক্সবাজার। এসব পুরোপুরি বাস্তবায়িত হলে এক অনন্য উচ্চতায় পৌঁছাবে শহরটি। যেমনটা জাতির পিতা চেয়েছেন।
#কক্সবাজার#coxsbazar#CoxsBazarTour#mdrumanmahmud#বাংলাদেশ_তথ্য_ও_যোগাযোগ_প্রযুক্তি_লীগ#তথ্য_ও_যোগাযোগ_প্রতিদিন#SheikhHasina