ictlbd :
গত একযুগে বাগেরহাটে সড়ক নির্মাণ, সংস্কার ও উন্নয়নে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। ইতোমধ্যে ১৩৮ কোটি টাকা ব্যয়ে নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ শেষ হয়েছে। ৯শ’ ৩৮ কোটি টাকা ব্যয়ে বহু প্রত্যাশিত পানগুছি নদীর ওপর ১৪শ’ মিটার দৈর্ঘ্যরে ‘পানগুছি সেতু’ ইতোমধ্যে অনুমোদন হয়েছে। শীঘ্রই এর কাজ শুরু হবে। প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে খুলনা-মোংলা জাতীয় সড়কের সাড়ে ৩০ কিঃমিঃ ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প (কুদির বটতলা থেকে দ্বিগরাজ) এখন প্রক্রিয়াধীন। ৪৬৭ কোটি টাকা ব্যয়ে ৩৩.৮২৮ কিঃমিঃ বাগেরহাট-রামপাল-মোংলা মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পটি ইতোমধ্যে গত ১০ আগস্ট একনেকে অনুমোদিত হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নয়ন প্রকল্প খুলনা জোন-এর আওতায় বাগেরহাট সড়ক বিভাগের অধীনে ৯৯৫.৬৮ কোটি টাকা ব্যয়ে ৮৩.০৩৯ কিঃমিঃ দৈর্ঘ্যরে রূপসা-ফকিরহাট-বাগেরহাট ও সাইনবোর্ড-মোরেলগঞ্জ-রায়েন্দা-শরণখোলা-বগী আঞ্চলিক মহাসড়ক ২টির প্রকল্প সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। এ কাজও দ্রুত শুরু হবে। এছাড়া ৩০৭.৩০ কোটি টাকা ব্যয়ে ১৭.২৫ কিঃমিঃ দৈর্ঘ্যরে মোংলা-জয়মনির ঘোল-জিসি-চিলা-জিসি-বৌদ্যমারী বাজার জেলা মহাসড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ প্রকল্পটিও অনুরূপ প্রক্রিয়াধীন।