বঙ্গবন্ধু পরিবারের সমাধিতে দোয়া ও মোনাজাত : মাননীয় প্রধানমন্ত্রী
ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা বনানী কবরস্থানে বুধবার (০৪ মে ২০২২) সকালে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাড়িতে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের সদস্যদের সমাধিতে ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করে তাঁদের আত্মার চির শান্তি কামনা করেন।
পরে বঙ্গবন্ধুর দুই কন্যা স্বজনদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।