⛵ (“নৌকা মার্কায় ভোট দিন” ) ⛵
bogura – Sonatola : “২ নভেম্বর” সোনাতলা পৌরসভা নির্বাচনকে ঘিরে আ.লীগ ও সহয়োগি সংগঠনের নেতাকর্মীদের জনসংযোগ। বগুড়া জেলা সোনাতলা উপজেলা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী শাহিদুল বারী খান রব্বানী খানকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতিকে মনোনয়ন প্রদান করেন। আওয়ামী লীগ ও সহয়োগি সংগঠনের নেতাকর্মী সহ পৌর জনসাধারণ নৌকা বিজয়ের লক্ষ্য নিয়ে জনসাধারণের দোরগোড়ায় দোয়া ও সমর্থন কামনায় ভোট প্রত্যাশা করেন।
এ মার্কা জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা। উন্নয়ন ও জনগনের সেবাই নিয়োজিত দেশ মাতার মার্কা। শেখ হাসিনা সরকার বারবার দরকার।
বগুড়া -১ সাংসদ সদস্য শাহাদারা মান্নান শিল্পী এমপি, বগুড়া জেলা আওয়ামী লীগ ও সহয়োগি সংগঠন, সোনাতলা উপজেলা আওয়ামী লীগ ও সহয়োগি সংগঠনের নেতাকর্মী জনসাধারণের সেবায় নিয়োজিত। নৌকা বিজয়ের লক্ষ্য নিয়ে কাজ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সর্বসাধারনের দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলাদেশ আওয়ামী লীগ এর তৃন্যমুল কাজ করছেন। নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী জনগণকে সাথে নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করার দৃষ্টিপাত।
দলের পক্ষে কাজ করুন নৌকার বিজয় সুনিশ্চিত করুন। আ.লীগের ত্যাগী ও নিঃস্বার্থ নেতৃত্বের পরিচয়ে পরিচিত হয়ে সম্মানিত হউন।
“জয় বাংলা জয় বঙ্গবন্ধু ”
” বাংলাদেশ চিরজীবি হউক ”