বগুড়া, সোনাতলা পৌরসভা:
ictlbd : বগুড়া জেলা সোনাতলা উপজেলা পৌরসভা নির্বাচন আগামী মঙ্গলবার ( ২ নভেম্বর ২০২১ইং)। উপজেলা ও পৌর আ.লীগ সহ সহয়োগি সংগঠনের নেতাকর্মী জনগণের দোরগোড়ায় জনসংযোগ ও গণমাধ্যমে নৌকার বিজয় সুনিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন।
বুধবার (২৭ অক্টোবর) সোনাতলা পৌরসভা নির্বাচনের বিভিন্ন স্হানে জনসংযোগে অংশ নেন বগুড়া জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ। নৌকা শেখ হাসিনা সরকারের মার্কা। নৌকা বিজয় সুনিশ্চিত করে উন্নয়নের ধারাবাহিকতা ও উন্নত পৌরসভা গঠনে জনসাধারণের সহয়োগিতা কামনা করেন নেতাকর্মীরা। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আ.লীগ সভানেত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নত পৌরসভা গঠনে সকলের সহয়োগিতা একান্তভাবে কামনা করেন দলীয় নেতাকর্মীগন।