বগুড়া জেলা কাহালু উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ সংগঠন ictlbd.org আহ্বায়ক কমিটি ঘোষনা করে বগুড়া জেলা কমিটি৷ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপজেলাস্হ আ.লীগ ও সহয়োগি সংগঠনের উন্নয়ন ও কর্মসূচী প্রচার সহ সামাজিক উন্নয়ন প্রচারের নির্দেশ দেওয়া হয়।বগুড়া জেলা সভাপতি রুহুল আমিন রকি ও (ভাঃ) সাধারণ সম্পাদক নিতাই কুমার সরকার স্বাক্ষরিত কাহালু উপজেলা কমিটির সভাপতি মো মেহেদী হাসান, সাধারন সম্পাদক মো মাহাবুর রহমান বাবু এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাইম মোল্লা কে ঘোষণা করা হয়।