নিউজ ডেস্ক :
আজ জামালপুরের মাদারগঞ্জের জামথল – সারিয়াকান্দি কালিতলা নৌরুটে যমুনা নদীতে ফেরি সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। দুই পারের শত শত জনতার যাতায়াত সুবিধায় সবাই সন্তুষ্ট প্রকাশ করেছেন।
আজ বৃহস্পতিবার ( ১২ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ফেরি সার্ভিসের শুভ উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মাদারগঞ্জ-মেলান্দহ আসনের সংসদ সদস্য মির্জা আজম এবং বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন।