নিউজ ডেস্ক বগুড়া, সোনাতলা :
বগুড়া সোনাতলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন জননেতা সাহাদারা মান্নান মাননীয় সংসদ সদস্য ২৬ বগুড়া -১ । উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মিনহাদুজ্জামান লীটন,উপজেলা নির্বাহী অফিসার জনাব সাদিয়া আফরিন,সাংসদ পুত্র বিশিষ্ট শিক্ষাবিদ সাখাওয়াত হোসেন সজল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক , মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াসিম কুমার নতুন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাতলা থানা অফিসার ইনচার্জ জনাব রেজানুল হক।
শ্রদ্ধা নিবেদন ও দোয়া কামনা করেন মুজিব পরিবারের প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে বগুড়া ১ আসনে দিন রাত কাজ করে চলেছেন জনগনের সেবক হয়ে সংসদ সদস্য ও নেতৃবৃন্দগন।