মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও ফ্রান্সে অনুষ্ঠিত COP-26 এবং UNESCO-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy প্রদান অনুষ্ঠানে এবং UNESCO- এর উচ্চ পর্যায়ের সভায় যোগদান শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছালে মন্ত্রীপরিষদ সদস্য ও উর্ধতন কর্মকর্তাগন মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
সূত্র : আ.লীগ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বরুয়া এফবি।