পুলিশের ওপর হামলা হলে জবাব দেবে যুবলীগ
পুলিশের ওপর হামলা হলে এর জবাব যুবলীগও দেবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ
ফজলে শামস পরশ। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, আপনারা দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করেছিলেন। এই পুলিশ বাহিনীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশে আজ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও নির্বাসনে। সুতরাং পুলিশের ওপর আক্রমণ করলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও দেশের জনগণ সেটা মেনে নেবে না।