পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্মাণ করা একটি ব্রিজেই পাল্টে দিল ছয় পাড়ের দুই হাজার মানুষের জীবন।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার হিমাক্রীপাড়া এলাকার ডলুঝিরির কারণে কষ্টে দিনযাপন করতো এলাকার বাসিন্দারা।
বর্ষাকালে ঝিরিতে পানি বেড়ে গেলে যাতায়াত প্রায় বন্ধ থাকতো। দুই পাড়ের বাসিন্দাদের পড়তে হতো বিভিন্ন দুর্ভোগে। কৃষকদের উৎপাদিত ফল-ফলাদি যাতায়াত বন্ধের কারণে পচে যেত অনেক সময়।
দীর্ঘ প্রতিক্ষার অবসান শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ডলুঝিরির ওপর নির্মাণ করা হয়েছে একটি গার্ডার ব্রিজ।
ব্রিজটি নির্মাণের ফলে ডলুঝিরির আশ-পাশের ছয় পাড়ের ২ হাজার জনসাধারণ এখন সহজেই যাতায়াত করতে পারছে। সকাল-সন্ধ্যা যানবাহন চলছে আর সবার জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে।
স্থানীয় বাসিন্দার জানান, এ ব্রিজটি নির্মাণ হওয়ার আগে প্রায় ৩ কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে প্রধান সড়কে আসতে হতো। বর্ষাকালে ঝিরিতে পানি বেড়ে গেলে বাড়িতেই বসে থাকতে হতো। এর কারণে নিজস্ব জমিতে উৎপাদিত ফসল জমিতেই নষ্ট হয়ে যেতো। এ ব্রিজটি নির্মাণের ফলে সবজি ও ফলমূল বাগান থেকে সহজেই জেলা সদরে আনা যাচ্ছে আর যাতায়াত করা যাচ্ছে অনায়াসে।