বিশ্বের শীর্ষস্থানীয় ১০০ পরিবেশবান্ধব শিল্পকারখানার মধ্যে অর্ধেক বা ৫০টিই বাংলাদেশের। এমনকি সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া তিন শিল্পকারখানার মধ্যে দুটিই বাংলাদেশের পোশাকশিল্পের। গত পাঁচ বছরে শুধু তৈরি পোশাক ও বস্ত্র খাতে ১২৯টি পরিবেশবান্ধব কারখানা নির্মিত হয়েছে। এর মধ্যে গত বছর, অর্থাৎ ২০২২ সালে হয়েছে ৩০টি। তবে সংখ্যাই যে শুধু বাড়ছে, তা নয়। সংখ্যার পাশাপাশি মানেও অন্য সবার চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
সর্বশেষ তথ্যানুযায়ী, বাংলাদেশের ২১০টি স্থাপনা লিড সনদ পেয়েছে। এর মধ্যে ১৮৭টি পোশাক ও বস্ত্র খাতের কারখানা। এসব কারখানার মধ্যে ৬৩টি লিড প্লাটিনাম, ১১০টি গোল্ড, ১০টি সিলভার ও ৪টি সার্টিফায়েড সনদ পেয়েছে।