নিয়ম মেনে সবাই এক সাথে করোনা ঠেকাই ।
করোনা কালিন স্বাস্থ্য বিধি:
ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করুন |
২০ সেকেন্ড ধরে হাত ধৌত করুন, হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করুন |
ভিড় এরিয়ে চলুন |
অবশ্যই টিকা গ্রহন করুন।
বাহিরে গেলে কেউ মাস্ক নামিয়ে রাখবেন না। আপনি সুরক্ষিত থাকলে পরিবার ও দেশ সুরক্ষিত থাকবে। নিজে সচেতন হোন অন্যকে সচেতন করুন। অবহেলা না করে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ ও সেবা গ্রহন করুন।