স্বপ্নজয়ের পদ্মা সেতু দক্ষিণের ২১ জেলার সঙ্গে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপনে অনেক কিছুই বদলে যাচ্ছে। দিনরাত সাচ্ছন্দ্যে যান চলাচল করছে।
প্রতিদিন গড়ে যান পারাপার হয়েছে প্রায় ১৭ হাজার ২১৩টি। আর গড় টোল আদায় প্রায় ২ কোটি ২৮ লাখ ৮৪ হাজার ৭৫১ টাকা।
গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। পরের দিন ২৬ জুন ভোর ৬টা থেকে যানবাহনের জন্য পদ্মা সেতু খুলে দেয়া হয়।
আর চলতি আগস্টের ২৫ দিনে ৩ লাখ ৩৫ হাজার ২১১ যান পারাপারে আয় ৫০ কোটি ১৯ লাখ ৮২ হাজার ৬০০ টাকা। এ মাসে প্রতিদিন গড়ে ১৩ হাজার ৪০৮ যান পারাপারে আয় ২ কোটি ১ লাখ ৬৪ হাজার ৩০৮।
এছাড়া, ৮ জুলাই পদ্মা সেতু দিয়ে ৩১ হাজার ৭২৩টি যান পারাপারে আয় হয় রেকর্ড আয় হয়। এদিন সর্বোচ্চ ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা আয় হয়।