বগুড়াঃ সোনাতলা, জোড়গাছাঃ সোনাতলার জোড়গাছা ইউপিতে ৭ নং ওয়ার্ডে আ.লীগ সভাপতি মজনু মিয়া, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ ত্যাগী আ.লীগ ও সহয়োগি সংগঠনের নেতাকর্মীগন নিরলসভাবে কাজ করে চলেছেন। হাটকমজা আওয়ামী লীগ পার্টি অফিসে ১৫০ এর অধিক নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
জননেত্রী মমতাময়ী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনারুল ইসলাম টিপুর বিজয় সুনিশ্চিত করতে চলছে পুরো ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গ্রামে মহল্লায় নির্বাচনী প্রচারণা। উপজেলা ও ইউপি আওয়ামী লীগের নির্দেশনায় প্রতিটি ওর্য়াডে চলমান আওয়ামী লীগ ও সহয়োগি সংগঠনের নেতাকর্মীদের নির্বাচনী সভা। বাড়িবাড়ি দোয়া ও ভোট কামনা করেন নেতাকর্মীগন ও চেয়ারম্যান পদপ্রার্থী আনারুল ইসলাম টিপু।