উন্নয়নের সাথে যোগাযোগ ব্যবস্থার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সাহসী নেতৃত্বে দেশের স্থল যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। চলমান রয়েছে মহাসড়ক উন্নয়নসহ বেশকিছু মেগাপ্রকল্প। গেলো একযুগে দেশের সড়কসহ সবধরনের যোগাযোগ ব্যবস্থায় ঘটে গেছে আমূল পরিবর্তন। বিভিন্ন ধরনের সেতু আর ৪ ও ৬ লেন এর প্রশস্ত মহাসড়ক এখন গতিশীল বাংলার প্রতিচ্ছবি হয়ে উঠছে প্রতিনিয়ত। যোগাযোগব্যবস্থার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের নবদিগন্ত উন্মোচিত হচ্ছে।