নিউজ ডেস্কঃ সদর উপজেলা(গাইবান্ধা) কামারজানি ও গিদারী ইউনিয়নে সাম্প্রতিক সৃষ্ট বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ ও খাদশস্য বিতরণ করা হয়েছে৷
বৃহস্পতিবার বিকালে কামারজানি ইউনিয়নের খাড়জানি চরে অসহায় সাম্প্রতিক সৃষ্ট বন্যা, নদী ভাঙ্গন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৫০০ টাকা ও মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার গুলো বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন স্যার।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাহিদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জাকিরসহ অন্যান্যরা।
প্রধান অতিথি’র বক্তব্যয় জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন বলেন, বর্তমান সরকার পর্যাপ্ত পরিমাণে অসহায় দুঃস্থ দের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে সাহায্য করছেন। এবং চরবাসীদের যে কোন সমস্যা হলে আমাদের জানাবেন। তিনি আরো বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সবাই কে করোনা টিকা দিতে হবে, আপনার সন্তান যেনো মাদকে লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন , বাল্য বিবাহ থেকে বিরত থাকতে হবে।
বৃহস্পতিবার সকালে কামারজানি ইউনিয়নের খাড়জানি চরে অসহায় সাম্প্রতিক সৃষ্ট বন্যা, নদী ভাঙ্গন ও ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৫০০ টাকা ও ১৫০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর আগে সদর উপজেলার গিদারি ইউনিয়নে সকালে উত্তর গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অসহায় সাম্প্রতিক সৃষ্ট বন্যা ও নদী ভাঙ্গন ও ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ২০০০ টাকা ও ২০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এসময় পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ( ইদু) গিদারী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।ক্ষতিগ্রস্ত পরিবার গুলো তাদের পাশে এরকম সাহায্য সহযোগিতা পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন এবং অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন প্রসাশন সহ দেশ নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে।