“খালেদার কিছু হলে ফখরুল হবেন হুকুমের আসামি।”
– বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
—-
নেতৃত্ব থেকে সরাতে বিএনপিই খালেদা জিয়াকে মাইনাস করতে চাইছে কিনা।
খালেদার চারপাশে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতারাই আছেন। কাজেই বিএনপি চেয়ারপার্সনের কিছু হলে তার দায় বিএনপির। এবং সেক্ষেত্রে বিএনপি মহাসচিব হুকুমের আসামি হবেন।
বেগম জিয়ার পাশে থাকেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগ বা সরকারের কেউ বেগম জিয়ার পাশে থাকেন না। ব্যক্তিগত পছন্দের চিকিৎসকরাই তাকে চিকিৎসা করাচ্ছেন। তার চিকিৎসার দায়িত্বে রয়েছেন।
খালেদা জিয়ার আশপাশের লোকেরা হচ্ছেন বিএনপির লোকেরা, তার পরিবারের লোকেরা, স্লো পয়জনিং যদি করে থাকে আপনারা পাশের লোকেরাই করতে পারেন। হুকুমের আসামি শেখ হাসিনা হবে না, সেটি হলে ফখরুল সাহেব আপনি হবেন।