” প্রেস নোটিশ ” প্রসঙ্গঃ কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা এবং নব কমিটি গঠনের লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন প্রসঙ্গে,
নোটিশ,
এতো দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগ সংগঠন ictlbd.org এর কেন্দ্রীয় কমিটির কার্যক্রম মন্থর হওয়ায় কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইলো।
সেই সাথে একটিভ জনকল্যানমুখী ও উন্নয়ন প্রচারে মাঠ ও অনলাইনে তৃনমুল হইতে কাজ করার লক্ষ্যে একটিভ ইচ্ছুক দের আহবান জানানো হইলো। সে লক্ষ্যে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হইলো।
(১) প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুমান মাহমুদ
(২) প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মশিউর রহমান তুহিন
(৩) প্রতিষ্ঠাতা সদস্য মো শাহারুল ইসলাম শাহিন
(৪) প্রতিষ্ঠাতা সদস্য মো শরিফুল ইসলাম
(৫) প্রঃ সদস্য মহিদ আলী
(৬) প্রতিঃসদস্য জাহাঙ্গির আলম
(৭)প্রঃ সদস্য মোঃ রুবেল হোসেন
(৮) প্রঃ সদস্য মামুন রানা
(৯) প্র.সদস্য মোতাহার আহমেদ খান
(১০) প্র. সদস্য পারভেজ রানা
(১১) হিমেল খান
সহয়োগি প্রতিষ্ঠাতা সদস্যঃ
(১) মনছুর আলী (২) রাকিবুল হাসান হৃদয় (৩) এড.নাহিদ পারভেজ (৪) জেরিন আকতার (৫) মাহমুদুল হাসান রিসান (৬) নয়ন আহমেদ (৭) সজিব হোসেন (৮) আনিসূর রহমান (৯) আল শাহরিয়ার শান্ত (১০) গোলাম রাব্বি
সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হইলো।
নির্দেশক্রমে,
কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা কমিটি
সভাপতি
মোঃ রুমান মাহমুদ
পক্ষে,
পারভেজ রানা, জেরিন আকতার, মশিউর রহমান তুহিন,
শাহারুল ইসলাম শাহিন মিয়া, গোলাম রাব্বি।