কক্সবাজারের সদর উপজেলার খুরুস্কুলে দেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প শুরু হচ্ছে। আধুনিক পদ্ধতিতে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের টারবাইনগুলো খুরুস্কুল পিএমখালী চৌফলদণ্ডী ইউনিয়নে নির্মিত হচ্ছে।
‘প্রায় ৯০০ কোটি ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা হবে। এই প্রকল্পের উৎপাদিত বিদ্যুৎ কক্সবাজারের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে।
এ ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরও একটি বায়ুবিদ্যুৎ প্রকল্প করা হবে।