মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ে বিভিন্ন পরিবারের হাতে তুলে দেয়া হচ্ছে দুই শতক জমিসহ আধাপাকা নতুন ঘর।
বরগুনার আলেয়া থাকতো ব্রিজের নিচে, ঝড় বৃষ্টির মধ্যেও এখানেই কাটিয়ে দিছে তিন যুগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এবার তিনি পেলেন দালান ঘর। হলো মাথা গোঁজার স্থান। এক অসহায় আলেয়ার গল্প এটি। ব্রিজের নীচে বসবাস থেকে পেলেন দালান ঘর।
এক অসহায় আলেয়ার গল্প: ব্রিজের নীচে বসবাস থেকে পেলেন দালান ঘর