প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ২১ বছর পরে সরকারে আসে। সরকারে আসার পরেই আমরা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে পদক্ষেপ নিই। কিন্তু মাত্র ৫ বছর হাতে সময় পেয়েছিলাম। যতুটুকু করেছিলাম ২০০১ এর নির্বাচনে বিএনপি জামায়াত জোট আবার ক্ষমতায় এসে একে একে সব ধ্বংস করে দেয় এবং তাদের সেই জঙ্গিবাদ দুর্নীতি স্বজন প্রীতি যার ফলে আবার বাংলাদেশ পেছনে চলে যায়। বিদেশি নির্ভরশীলতা বিদেশিদের কাছে হাত পেতে চলা এটিই ছিল তাদের নীতি।