সারা বিশ্ব জ্বালানী সমস্যায় জর্জরিত। মূলত ইউক্রেন যুদ্ধই এর মুল কারণ। দাম বাড়ার পাশাপাশি জ্বালানি সরবরাহও কমেছে। উন্নত দেশসমূহও হিমশিম খাচ্ছে এই পরিস্থিতি সামাল দিতে।
উন্নত দেশগুলোতেও নানাভাবে সমস্যা সমাধান ও সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যে, ইউরোপ ও অস্ট্রেলিয়ার কিছু খবরের স্ক্রিনশট এই পোস্টে সংযুক্ত করা আছে, বাংলাদেশও এর ব্যতিক্রম না। সারা বিশ্বেই যেখানে বিদ্যুৎ সাশ্রয় করার জন্য নিত্যনতুন উদ্যোগ নেয়া হচ্ছে, সেখানে আমাদেরকেও বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই মিতব্যয়ী হতে হবে।
আরও বিরূপ পরিস্থিতি এড়াতে সাময়িকভাবে এক ঘন্টা এলাকাভিত্তিক লোডশেডিং, বাসা, অফিস, উপাসনালয়সহ সবখানেই বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা আপাতত একমাত্র সমাধান।
আসুন আমরাও বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে সচেতন ও মিতব্যয়ী হই।